ঢাকা, সোমবার   ২৩ সেপ্টেম্বর ২০২৪

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক শ্যামল দত্ত 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪১, ২৩ সেপ্টেম্বর ২০২৪

হত্যার মামলায় দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদ এই আদেশ দেন।

জানা গেছে, এদিন শ্যামল দত্তকে সাত দিনের রিমান্ড শেষে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে বিচারক তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

এর আগে, গত ১৭ সেপ্টেম্বর তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আর গত ১৬ সেপ্টেম্বর তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার থেকে জানা গেছে, গত ৫ আগস্ট জনরোষে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। ওই দিন হাজার হাজার জনতা বিজয় উদযাপন করতে বের হলে ভাসানটেক থানার মিরপুর-১৪ নম্বরে আওয়ামী নেতাকর্মীরা তাদের ওপর হামলা করে। তাদের ছোড়া গুলিতে যুবক ফজলু নিহত হন। এ ঘটনায় শেখ হাসিনাসহ ১৬৫ জনের বিরুদ্ধে মামলা করেন তার ভাই। এই মামলার আসামি সাংবাদিক শ্যামল দত্ত।

এসএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি